ডোমারে সম্মিলিত প্রয়াসে’র শীতবস্ত্র বিতরণ


রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: 

নীলফামারীর ডোমারে সম্মিলিত প্রয়াস সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার বামুনিয়া ইউনিয়নের বামুনিয়া এসসি উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক লায়লা আরজুমান বানু সভাপতি হিসেবে উপস্থিত থেকে উক্ত এলাকার ৩শতাধিক দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে কম্বল তুলে দেন।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সম্মিলিত প্রয়াস সংঘের সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় অধিকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সম্রাট ইসলামের সঞ্চালনায় গোমনাতী কলেজের শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র রায়,শিক্ষক ইসমত আরা,স্থানীয় জনপ্রতিনিধি জাহাঙ্গীর আলম,আরেফিন আক্তার রিতা,রনি সরকারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্রাট হোসেন ও রনি সরকার জানান, এলাকার মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে সম্মিলিত প্রয়াস সংঘ। এই সংগঠন এলাকার অসহায় মানুষদের কল্যানে সর্বদা কাজ করার চেষ্টা চালিয়ে যাবে। যে কোন সামাজিক কর্মকান্ডে এই সংগঠন কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ