রতন কুমার রায়,স্টাফ রিপোর্টারঃ
মহান ২১ শে ফেব্রুয়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নীলফামারীর ডোমারে নব নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার নতুন শহীদ মিনার উদ্বোধন শেষে ১৯৫২ সালের সকল ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সংসদ সদস্যের পর পরেই উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,স্বাস্থ্য বিভাগ,রাজনৈতিক দল,সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক দলগুলো পুস্পস্তবক শহীদ মিনারে অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন।এবং ভাষা সহীদদের স্মরণে শহীদ মিনারে উপস্থিত সর্ব স্তরের জনতা এক মিনিট নিরবতা পালন করেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী,সহকারী পুলিশ সুপার(ডোমার সার্কেল)আলী মোহাম্মদ আব্দুল্লাহ,সহকারী কমিশনার(ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ