বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারী জেলার বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার বিকালে ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিতে আলু, গম, সরিষা, তামাক সহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে।
জেলা কৃষি বিভাগের সূত্র মতে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঝড় বৃষ্টি শুরু হয়। ১৫ মিনিট পরে ঝড় ও হালকা বৃষ্টির সাথে শিলাবৃষ্টিও শুরু হয় জেলার ৬ উপজেলায়। সূত্র মতে, জেলা সদরে ৩ মিলিমিটার, ডিমলা উপজেলায় ২ মিলিমিটার ও সৈয়দপুর উপজেলায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ১০ মিনিট ব্যাপি ঝড় ও বৃষ্টি হয়েছে নীলফামারী জেলা সদরে।
সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের সুখধন গ্রামের নারায়ন চন্দ্র রায় বলেন, বৃহস্পতিবার রাতের ছোট ও মাঝারি সাইজের শিলাবৃষ্টিতে তার গম ও সরিষার ক্ষেত মাটিতে নেতিয়ে পড়েছে। ফলে তার অপূরণীয় ক্ষতি হয়েছে।
নীলফামারী কৃষি বিভাগের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক জানান, মৌসুমের প্রথম ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের কিছুটা ক্ষতি হয়েছে।
0 মন্তব্যসমূহ