সূর্যের হাসি যুব সংঘের উদ্যোগে জরুরি ০৬ টি গৃহনির্মাণ কাজের উদ্বোধন


ওমর ফারুক সোহাগ:জাতিসংঘ ভলান্টিয়ার্স বাংলাদেশ স্বীকৃত দক্ষিণ চট্টলার অন্যতম বহুমুখী স্বেচ্ছাসেবী সংগঠন সূর্যের হাসি যুব সংঘের উদ্যোগে ও Compassion Takes Action, USA এর অর্থায়নে রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের শাহমদের পাড়া এলাকায় গত ডিসেম্বরে আগুনে পুড়ে যাওয়া ০৬ টি বসতবাড়ি পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করা হয়। আজ বিকেল ২:০০ টায়। আশিক উল্লাহর সঞ্চালনায় এই উদ্বোধনী অনুষ্ঠােনের সভাপতিত্ব করেন সূর্যের হাসি যুব সংঘের সভাপতি নুরুল হক বুলবুল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোস্তফা কামাল, উপদেষ্টা সৈয়দ মনসুর হেজাজী, খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক (ইংরেজি) মোহাম্মদ নজিবুল আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ্ আল শেফাত। প্রধান অতিথির বক্তব্যে চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম সিকদার সূর্যের হাসি যুব সংঘের জেলাব্যাপী মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং নিজের ইউনিয়নে দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

উদ্বোধনের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম আজাদ, হোসাইন শফিক মুন্না, মোহাম্মদ আনিস, মোহাম্মদ ইউনুস রানা, একরামুল ইসলাম সহ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ