নিজস্ব প্রতিবেদক:কক্সবাজার শহরের কলাতলী গণপূর্ত উদ্যানের পূর্ব পাশে সৈকত পাড়া সড়কস্থ নতুনভাবে যাত্রা করল হিল পার্ক হিল রিসোর্ট। কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান এর উপস্থিতিতে উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ড থেকে নবনির্বাচিত কাউন্সিলর এম এ মঞ্জুর সহ বিভিন্ন নেতৃবৃন্দরা। হিল পার্ক রিসোর্ট এর স্বত্বাধিকারী মোহাম্মদ ইলিয়াছ জানান, পর্যটকদের জন্য হিল পার্ক রিসোর্ট কর্তৃপক্ষ যেকোনো সময় ভালো মানের সেবা দিতে প্রস্তুত রয়েছে।
অবিরাম দৃশ্য সহজে সমুদ্র সৈকতে যাওয়া-আসা হোটেল থেকে পর্যটকদের জন্য রয়েছে একাধিক সুযোগ সুবিধা। প্রাকৃতিকভাবে সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে। পূর্বদিকে পাহাড় ও এই হোটেল থেকে সাগরের নয়নাভিরাম দৃশ্য দেখা যায়। টুইন কাপল সহ নানা মানের বেডরুম রয়েছে। রিসোর্টে একদল দক্ষ ও প্রশিক্ষিত কর্মী দিয়ে অত্যন্ত সতর্কতার সহিত সেবা দিয়ে যায়।হিল পার্ক রিসোর্ট হবে পর্যটকও আপনার সেবায় মনোরঞ্জনের প্রথম পছন্দ। রিসোর্টে আপনার আতিথিয়তায় হিল পার্ক রিসোর্ট নিয়মিত প্রস্তুত রয়েছে স্বাগতম কক্সবাজার।
0 মন্তব্যসমূহ