সৈয়দপুরের পল্লীতে চালককে মারপিট করে মোটরসাইকেল ছিনতাই


মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ
 

নীলফামারীর সৈয়দপুরে এক  পল্লীতে নির্জন সড়কে চালককে মারপিট ও  ছুরিকাঘাত করে একটি মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ অক্টোবর) গভীর রাতে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মৌয়াবাড়ী বিলের পাশে তারাগঞ্জ উপজেলা সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

এসময় দুর্বৃত্তরা মোটর সাইকেল চালক ও দুই আরোহীকে মারপিট ও ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে। আবু বক্কর সিদ্দিক (২৭) নামে ওই মোটর সাইকেল মালিক গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, খাতামধুপুর ইউনিয়নের খালিশা দর্জিপাড়ার ব্যবসায়ী আলী হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক ওই ইউনিয়নের হামুরহাটে তার পিতার ব্যবসা  দেখাশুনা করেন। ঘটনার দিন গত শনিবার তিনি ব্যক্তিগত কাজে বন্ধু নয়ন(২৫) ও নিশাদকে (২২) নিয়ে রংপুরের তারাগঞ্জ বাজারে যান। সেখান থেকে রাত ১২টার দিকে মোটরসাইকেলে করে খালিশা দর্জিপাড়ার বাড়িতে ফিরছিলেন। 

এসময় তারা তারাগঞ্জ উপজেলা সড়কের মৌয়াবাড়ী বিলের কাছে  পৌঁছুলে মুখোশপড়া ১২/১৩ জন দুর্বৃত্ত সড়কে বেরিকেট দিয়ে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা মোটর সাইকেল চালক ও দুই আরোহীকে মারপিটসহ ধাঁরালো অস্ত্র দিয়ে আহত করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে আহতদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এসে  দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর জখমপ্রাপ্ত আবু বক্করসহ অপর দুইজনকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

সেখানে চিকিৎসকের পরামর্শে গুরুতর আহত আবু বক্করকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর আহত নয়ন ও নিশাদকে তারাগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে গতকাল রবিবার সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার উপ পরিদর্শক ইন্দ্র মোহন রায়, মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইয়ের ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্তসহ মোটরসাইকেল উদ্ধারে অভিযান চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ