নানা আয়োজনে সৈয়দপুরে জাতীয় যুব দিবস পালিত


মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ

আজ সোমবার (১নভেম্বর) সারাদেশের ন্যায় সৈয়দপুরেও নানা আয়োজনে পালন করা হয়েছে জাতীয় যুব দিবস।  উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি এবং ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী বিশেষ অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য বলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. হাসান আলী। সহকারি উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শহিদুল আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন কামারপুকুর ইউনিয়নের সফল আত্মকর্মী মোছা. লাইলী আক্তার,  বোতলাগাড়ী ইউনিয়নের মো. জাহাঙ্গীর আলম ও সংগঠক আলমগীর হোসেন প্রমূখ। 

আলোচনা শেষে সাত জন প্রশিক্ষিত যুব ও যুব মহিলার মাঝে দুই লাখ ৭০ হাজার টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়। এছাড়াও একই অনুষ্ঠানে দুইটি ব্যাচে গরু মোটাতাজাকরণ ও হাঁস- মুরগী পালন বিষয়ের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জন যুব ও যুব মহিলার মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এর আগে উপজেলা যুব উন্নয়ন অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে। 

এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কমকর্তা, প্রশিক্ষিত যুব ও যুব মহিলা, সফল আত্মকর্মী এবং যুব ও যুব মহিলা সংগঠনের সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে  সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এবং সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে তাল বীজ বপন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ