পঞ্চগড়ে ডিপি এফের উদ্যোগে যুব দিবস পালন


মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ

‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে পঞ্চগড় ডিস্টিক্ট পলিসি ফোরামের (ডিপিএফ) উদ্যোগে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকালে পঞ্চগড় চেম্বার ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। ডিপিএফ পঞ্চগড়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। 

অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, ডিপিএফ পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আখতারুন্নাহার সাকী ও পিফোরডি প্রজেক্টের পঞ্চগড় ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর রিক্তা পারভীনসহ ডিপিএফ সদস্যরা উপস্থিত ছিলেন। ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন পিফোরডি প্রজেক্টের রংপুর বিভাগের আঞ্চলিক সমন্বয়ক রেহেনা বেগম, পঞ্চগড় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিহা কবীর। অনুষ্ঠানে পঞ্চগড় জেলার আলোকে যুবকদের কর্মসংস্থানে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও সুপারিশ তুলে ধরেন তরুণ সাংবাদিক লুৎফর রহমান। 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সরাসরি অংশ নেন ৪০ জন এবং ভার্চুয়ালে যুক্ত হন ২০ জন। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হলে যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা, কর্মমুখী শিক্ষার প্রসার, যুবদের প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণ সুবিধা দেয়ার দাবি তোলেন আয়োজকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ