ওমর ফারুক সোহাগ:
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃতীয় ধাপে কক্সবাজার জেলা চকরিয়া-পেকুয়ার উপজেলা ১৬ ইউনিয়নে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮ থেকে শুরুহওয়া এ ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন। নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।
সকাল ৮ টায় পেকুয়ার ইফাদ সাহায্য পুষ্টি ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায় প্রচুর ভোটারের উপস্থিতি। এই নির্বাচনে চকরিয়ায় ১০ টি ও পেকুয়ার ৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে ৩ ইউনিয়নে ভোট হচ্ছে ইভিএম পদ্ধতিতে। ১৬ ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সহ স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ১০৯ জন। সংরক্ষিত আসনের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১২ জন আর সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৩৯ জন। ১৬ টি ইউনিয়নের মোট ভোটার ২ লাখ ২১ হাজার ৯১৩ জন। এসব ইউনিয়নে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন।
0 মন্তব্যসমূহ