নীলফামারীর জলঢাকায় বিনা-১৭ ধানের মাঠ দিবস


এন.এম হামিদী, বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় জলবায়ু সহনশীল বিনা-১৭ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। গতকাল সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের খেরকাটি বাজারে শফিকুল ইসলাম কৃষকের প্রর্দশনীর ধান কর্তন শেষে স্থানীয় কৃষকদের নিয়ে  জলবায়ু সহনশীল বিনা-১৭ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

মামুনুর রশিদ উদ্ধর্ত্বন সমন্বয়কারী (কৃষি ও পরিবেশ ) আরডিআরএস বাংলাদেশ রংপুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নীলফামারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর আহসান আল বান্না কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জলঢাকা, উজ্জ্বল কুমার রায়,মহিদুল ইসলাম এগ্রিকালচার অফিসার আরডিআরএস নীলফামারী প্রমূখ। 

বক্তারা বলেন খরা মৌসুমী জাত ও স্বল্পমেয়াদী জাত হিসেবে জলবায়ু সহনশীল বিনা- ১৭ ধানের জাত লাভজনক। কৃষক শফিকুল ইসলাম ৭৫ শতক জমিতে বিনা-১৭ ধানের প্রর্দশনী করে ফলন  হয় হেক্টর প্রতি ৫.৫ টন। জলঢাকা উপজেলায় ১০ টি প্রর্দশনী নিয়ে আরডিআরএস বাংলাদেশ কাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ