মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ
নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা পক্ষের সমাপণী দিনে আজ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের সাজেদা টাওয়ারে জেলা গভর্ণরের এবারে কল ‘ভালবাসি দেশকে, সেবা করি মানুষকে” এই প্রতিপাদ্যের ওপর ওই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঢাকার মিরপুর আইডিয়াল কলেজের অধ্যাপক ড. জেসমিন বুলি।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন মো. আতাহার হোসেন বাদশার সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য বলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশের রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) সাংবাদিক লায়ন আমিনুল হক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লায়ন্স ক্লাব সৈয়দপুর সানফ্লাওয়ারের সাধারণ সাধারণ সম্পাদক লায়ন মো. রেজাউল হক।আনুগত্যের শপথ বাক্য পাঠ করান লায়ন শেখ জাবেদ আলী টিটু।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন নীলফামারী সরকারি কলেজের শিক্ষক লায়ন মো. আনিছুর রহমান, সৈয়দপুর সরকারি কলেজের শিক্ষক কহিনুর বেগম, ব্যবসায়ী লায়ন আলহাজ্ব কফিল উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী লায়ন মো. একরামুল হক ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মোখলেছুর রহমান জুয়েল প্রমূখ। এতে ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন ফারুক আহমেদ, লায়ন মো. নুরন্নবী দুখু, লায়ন জহুরুল হক মীর,লায়ন গোলাম রুবায়েত মিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সেমিনারটি সঞ্চালনা করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের কোষাধ্যক্ষ লায়ন আব্দুল লতিফ।
প্রসঙ্গত, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশের অক্টোবর সেবা পক্ষ গত ১ অক্টোবর শুরু হয়। সেবা পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশের জেলা গভর্ণর লায়ন জালাল আহমেদ এমজেএফ প্রধান অতিথি ছিলেন। রংপুরের বিনোদন স্পট ভিন্নজগতে ওই সেবা পক্ষের উদ্বোধন হয়। এ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পক্ষকাল ব্যাপী নানা কর্মসূচি পালন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল, উদ্বোধনী বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষ রোপন ও চারা বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, ডায়াবেটিস্ পরীক্ষা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং খাদ্য বিতরণ।
0 মন্তব্যসমূহ