শিডিউল ঘোষণা অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৈয়দপুর টু কক্সবাজার রুটের ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে আনুষ্টানিক ভাবে সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটের ফ্লাইট উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী বলেন, রেলপথের পাশাপাশি, বিমানের এই নতুন রুটটি পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোকে আকাশপথে সংযুক্ত বাড়বে। মন্ত্রী বলেন, এর মাধ্যমে দেশীয় পর্যটন শিল্পের বিকাশ ঘটবে এবং দেশের উত্তর অঞ্চলের সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের সেতুবন্ধন তৈরি হবে। অঞ্চল দুইটির মধ্যে পর্যটন শিল্পের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতেও সাহায্য করবে বিমানের এই ফ্লাইট।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঐতিহ্যবাহী শিল্পনগরী নীলফামারী উত্তরা ইপিজেড পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর এমপি, নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, সংরক্ষিত মহিলা এমপি রাবেয়া আলীম, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার প্রমূখ।
0 মন্তব্যসমূহ