“শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে শিশু অধিকার সপ্তাহের সমাপনি দিনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি পঞ্চগড়ের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আকতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জেলা শিশু একাডেমীতে শিশু কিশোরদের নিয়ে সপ্তাহ ব্যাপী আয়োজিত খেলাধুলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়শ্রী রাণী রায়। এসময় অনুষ্ঠানে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের শিক্ষক অজিত কুমার সিংহ, প্রতিযোগীতায় অংশ নেয়া শিশু কিশোরেরা সহ তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে শিশু কিশোরদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
0 মন্তব্যসমূহ