ডিমলায় উৎপাদক ও সরবরাহকারীদের সাথে লিংকেজ সভা অনুষ্ঠিত


মহিনুল ইসলাম সুজন, ক্রাইম রিপোর্টারঃ

নীলফামারীর ডিমলায় উৎপাদন সদস্য ও উপকরণ সরবরাহকারীদের সাথে লিংকেজ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(৬ অক্টোবর)বিকেলে পল্লীশ্রীর উপজেলা ইউনিট অফিসে অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্প এই সভা বাস্তবায়ন করেন।পল্লীশ্রীর ডিমলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণের সভাপতিত্বে ও ফিল্ড ফ্যাসিলেটেটর দবিরুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন,সিটি গ্রুপের রংপুর বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক সাইদুজ্জামান,ভারত হাইব্রিড সিড কোম্পানির লালমনিরহাটের সিনিয়র বিক্রয় কর্মকর্তা আশরাফুল ইসলাম, 

কাজি ফার্মের পঞ্চগড় এজিএম(ক্রয়)মাসুদ রানা, সিনিয়র কর্মকর্তা(ক্রয়) মনিরুল ইসলাম,সিটি গ্রুপের ডিমলার ডিলার গো খামারি ওমর ফারুক,তিস্তা সিড কোম্পানির ডিলার আলমগীর হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মহিনুল ইসলাম সুজন,পল্লীশ্রীর ফিল্ড ফ্যাসিলেটেটর গোলাম মস্তফা,তাহমিনা আক্তার সহ ১৬ জন উৎপাদক দলের সদস্য ও 

৮ জন সার-বীজ, কীটনাশক এবং ভুট্টা ব্যবসায়ী।লিংকেজ এ সভার ফলে উৎপাদক দলীয় সদস্যগণ ডিলার মুল্যে ভুট্রা ও গো খাদ্য ক্রয় করতে পারবেন ও পাশাপাশি উৎপাদিত ভুট্রা কাজী ফার্মে মিল মুল্যে বিক্রয় করতে পারবেন।এর আগে শর্ত সাপেক্ষে পল্লীশ্রীর মাধ্যমে উৎপাদক দল ও কোম্পানি প্রতিনিধিদের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ