মোঃ আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক মোঃ শামীম সরকার কিডনীজনিত জটিল রোগে আক্রান্ত। চিকিৎসা ব্যয় মেটাতে গত এক বছরে সহায়-সম্বল সবকিছু শেষ করেছে তার পরিবার। ৬-৭ লক্ষ টাকা ব্যয়ে অপারেশনের মাধ্যমে শামীমকে বাঁচানো সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু অর্থাভাবে থমকে আছে ওই শিক্ষকের সুচিকিৎসা।
জানা গেছে, উপজেলার কয়াগোলাহাট ডাঙ্গাপাড়ার বাসিন্দা মৃত. নজরুল ইসলামের ছেলে মোঃ শামীম সরকার স্থানীয় নতুনকুঁড়ি বিদ্যা নিকেতনের শিক্ষক। চৌকষ শিক্ষাদান পদ্ধতির কারণে অল্প দিনেই সুনাম করেছেন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। কিন্তু সেই মেধাবী শিক্ষক শামীম গত দুই বছর আগে আক্রান্ত হন কিডনীজনিত রোগে।
চিকিৎসা নিচ্ছেন ঢাকার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটালের ডা. ইউসা আহমেদ ফিদালিয়া আনসারীর কাছে। দেশে বা বিদেশে ৫-৭ লক্ষ টাকা ব্যয়ে অপারেশনের মাধ্যমে তাকে সুস্থ করা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসক। পরিবারের একমাত্র শিক্ষিত যুবক শামীমকে বাঁচাতে সমাজের বিত্তবানদের প্রতি আর্থিক সহযোগিতার অনুরোধ জানিয়েছেন তার বিধবা মা লুৎফা বেগম। শিক্ষক শামীমের বিকাশ একাউন্ট নম্বর: ০১৯২২৯১৪৭৬৬ (পারসোনাল)।
0 মন্তব্যসমূহ