মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি’র । তার ধারাবাহিকতায় বুধবার(২৬অক্টোবর) দিবাগত গভীর রাতে বিশেষ গোপন তথ্যের ভিত্তিতে দারখোর বিওপির বিজিবি টহল দল আটোয়ারী উপজেলাধীন নদীডাংগী নামক স্থানে সীমান্ত পিলার ৪০৩/৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফাঁদ পেতে থাকে।
পরবর্তীতে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিলগুলো ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। অত:পর ঘটনাস্থল হতে বিজিবি টহল দল কর্তৃক ২৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। উল্লেখ্য, উদ্ধারকৃত ফেন্সিডিলের সিজার মূল্য-এক লক্ষ দুই হাজার আটশত টাকা।
0 মন্তব্যসমূহ