অক্টোবর সেবা পক্ষ সৈয়দপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত


মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ

নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা পক্ষ - ২০২১ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ  সোমবার লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে লায়ন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ'র জেলা গভর্ণর লায়ন জালাল আহমেদের এবারের  কল “ ভালবাসি দেশকে, সেবা করি মানুষকে” এ প্রতিপাদ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান সরকার।  

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সভাপতি ও লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রভাষক লায়ন মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অতিথি’র বক্তব্য বলেন সৈয়দপুর সরকারি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. কামাল হোসেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের ডাইরেক্টর ও লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লায়ন মো. শফিয়ার রহমান সরকার। 

সেমিনারটি সঞ্চালনা করেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ'র রিজিয়ন চেয়ারপার্সন (ক্লাবস্) লায়ন মো. আব্দুল মান্নান।সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের ডাইরেক্টর ও লায়ন্স স্কুল এন্ড কলেজ চেয়ারম্যান লায়ন রেয়াজুল আলম রাজু, লায়ন্স ক্লাবের সদস্য ও লায়ন্স স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ