নীলফামারীতে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষনের সনদ বিতরণ ও আনন্দ র‌্যালী অনুষ্ঠিত


সাইফুল ইসলাম মানিক, বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীতে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্ৰশিক্ষণ (পুরুষ ও মহিলা) ১ম ধাপ সমাপনী,সনদ বিতরণ ও আনন্দ র ্য্যলি অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে শান্তি ,সৃঙ্খলা ,উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র, আমরা এই শ্লোগানে নীলফামারী সদর উপজেলার আয়োজনে ২নং গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে  উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা  আয়নাল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  (পুরুষ ও মহিলা) ১ম ধাপের ৬৪ জনকে সনদ প্রদান করেন। 

১০ দিনের এই প্ৰশিক্ষণ শেষে ৬৪ জনের মাঝে সনদ ও নগদ ১০০০ করে টাকা দেওয়া হয়। ২৬ সেপ্টেম্বর উক্ত প্ৰশিক্ষণ  উদ্বোধন করেছেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার , প্ৰশিক্ষণ সমন্বয়কারী হিসেবে ছিলেন ইউনিয়ন দলনেতা হাবিবুর  রহমান, দলনেত্রী মনোয়ারা বেগম ও অংশগ্ৰহণকারী মহিলা প্ৰশিক্ষক  ছিলেন আলপনা আক্তার মৌমিতা ও পুরুষ প্ৰশিক্ষক ছিলেন পারভেজ ইসলাম। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ