নানা আয়োজনে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে শহীদ শেখ রাসেল দিবস পালিত


মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ

গতকাল সোমবার নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস -২০২১ পালন  করেছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসুচির মধ্য ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদ শেখ রাসেল কর্ণার উদ্বোধন, প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

দিবসের এবারের প্রতিপাদ্য “ শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর সকালে প্রতিষ্ঠানের অডিটোরিয়াম নন্দন নির্ঝরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান । 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন কলেজের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, স্কুল শাখার উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সহকারী শিক্ষক ফাহমিদা ফেরদৌসী, শিক্ষার্থী আবিদা ফারজানা ও ফাওইন আহমেদ রূদি। পরে চার গ্রুপে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার হিসেবে বই তুলে দেন অধ্যক্ষ লে. কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এর আগে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামের সামনে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে অধ্যক্ষ লে. কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফিতা কেটে শেখ রাসেল কর্ণারের  উদ্বোধন করেন। বিকেলে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রভাষক শামীম আল-মামুন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজ শাখার উপাধ্যক্ষ মো. আক্কাছ আলী সরকার, ইংলিশ ভার্সন শাখার উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, সাংবাদিক এবং সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ