ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের টিএমএসএস’র সহায়তা প্রদান


রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: 

নীলফামারীর ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৮ পরিবারকে আর্থিক ও খাদ্যসামগ্রী সহায়তা দিয়েছে টিএমএসএস নামে একটি বে-সরকারী সংগঠন। প্রত্যেক পরিবারকে নগদ ৩ হাজার টাকা ও খাদ্যসামগ্রীর মধ্যে চাল,ডাল,আলু,তেল,সাবান,মুড়ি,লবন দেওয়া হয়েছে।

সোমবার(১১অক্টোবর) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের জামাতপাড়া এলাকায় ক্ষতিগ্রস্থ পরিবারদের বাড়ীতে সহায়তা প্রদানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম। এসময় টিএমএসএস এর সৈয়দপুর জোনের জোনাল ম্যানেজার আনোয়ার হোসেন,নীলফামারী অঞ্চলের এরিয়া ম্যানেজার মো. রেজোয়ান আলী,ডোমারের শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২০ অক্টোবর রাতে হরিণচড়ার জামাতপাড়া এলাকায় অটোরিক্সার ব্যাটারী বিস্ফোরণের আগুনে ৮টি বাড়ী পুড়ে যায়। এতে প্রায় পরিবারগুলোর প্রায় ৮ লক্ষাধীক টাকার মালামাল পুড়ে গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ