নীলফামারী জেলা পরিষদের সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ


নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী জেলা পরিষদের উদ্যোগ এডিপির অর্থায়নে সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করা হয়। বুধবার দুপুরে জেলা পরিষদ চত্বরে ০৩নং সংরক্ষিত মহিলা সদস্য শিউলি আক্তার এবং ০১নং সংরক্ষিত মহিলা সদস্য মেহেরুন আক্তার পলিন নিজ নিজ এলাকার অসহায় হত-দরিদ্র মহিলাদের মাঝে এডিপির অর্থায়নে ২০২০-২১ অর্থ বছরে ৬৮টি সেলাই মেশিন ও ২০১৯-২০ অর্থ বছরের ৪৮টি টিউবওয়েল বিতরণ করেন।

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এসময় জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম ও সি-এ টু চেয়ারম্যান শ্যামল সরকারসহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।   

৬৮টি সেলাই মেশিন ৪ লক্ষ ও ৪৮টি টিউবওয়েল ০২ লক্ষ প্র্রায় ৬লক্ষ টাকার এসব সামগ্রী বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ