এন.এম হামিদী, বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাটখড়ি শুকনো ও বারান্দায় গরু থাকতে দেখা গেছে।আগামী ১২ সেপ্টেম্বর সারাদেশে একযোগে সকল স্কুল-কলেজ খোলার ঘোষণা হয়েছে। নীলফামারী জেলার স্কুল কলেজ মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান তরিঘড়িভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া মোছার কাজ শুরু হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাটখড়ি (সিন্ঠা) শুকাতে দেখা গেছে। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতী রানীর সাথে কথা বললে তিনি জানান, মাঠে পাটখড়ি সড়ানোর জন্য বলা হয়েছে। অপরদিকে চওড়ারড়গাছা ইউনিয়নের পূর্ব কিসামত দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় গৃহপালিত গরু থাকতে দেখা গেছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মধুমিতা রানী বলেন, গরু বাছুর স্কুল খুললে থাকবে না। নীলফামারী সদরে প্রাথমিক বিদ্যালয়দুটি এ অবস্থা কেন জানতে চাইলে সিনিয়র উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার জানান, আমারা শুনার পর সরেজমিনে গিয়ে বিদ্যালয় প্রধানদের এসব সরিয়ে নিতে বলেছি। আর আমি যতটুকু জানি তারা তরিঘড়িভাবে সেসব সরিয়ে নিচ্ছে।
সচেতন মহল বলছে এখন প্রাথমিক বিদ্যালয়গুলোতে দপ্তরি কাম নৈশ্যপ্রহরী থাকার পরও কেন বিদ্যালয়গুলোর এ দৃশ্য আমাদের দেখতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবী উর্ধ্বতন কর্তৃপক্ষ যেন বিষয়টি আমলে নিয়ে বিচারের মুখোমুখি নিয়ে আসে।
0 মন্তব্যসমূহ