বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারীর রামনগর বাজার চয়ন সমাজ কল্যান সংঘের আয়োজনে রামনগর কেন্দ্রীয় মাঠে এক ফুটবল টুর্নামেন্টের উদ্ভোদন খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের কেন্দ্রীয় মাঠে রামনগর বাজার চয়ন সমাজ কল্যান সংঘের ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনি খেলা অনুষ্ঠিত হয়। আয়োজকারীরা জানান, টুর্নামেন্টটিতে ০৮ টি দল অংশগ্রহণ করবে।
উদ্ভোধনি খেলাটিতে জলঢাকা উপজেলার শিমুলবাড়ি যুবদল বনাম টুপামারী যুবদলের সাথে হয়। খেলায় শিমলবাড়ি দল ২ গোল দিয়ে জয়লাভ করে। উদ্ভোধনি খেলায় জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাদুজ্জামান আশা সভাপতি রামনগর মাধ্যমিক বিদ্যালয়, মোস্তাফিজার রহমান বুলু সভাপতি রামনগর প্রাথমিক বিদ্যালয়, আনিছুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী, মাহফুজার রহমান রিদম পরিবার পরিকল্পনা পরিদর্শক রামনগর ইউনিয়ন, সাংবাদিক এন.এম হামিদী বাবু দৈনিক জনতা নীলফামারী প্রতিনিধি ও কালবেলার সাইফুল ইসলাম মানিক সহ কমিটির খালেক ইসলাম, শেরজুল ইসলাম, শাওন ইসলাম, আবির, শিপন রায়, লিমন, নিপন, সোহান, নলনী রায়, সুমন রায়, দীপক রায় প্রমূখ।
0 মন্তব্যসমূহ