সৈয়দপুরে ভ্রাম্যমান আদালত সাত মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড


মিজানুর রহমান মিলন সৈয়দপুরঃ

নীলফামারীর সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাত মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন নীলফামারীর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। ভ্রাম্যমাণ আদালতের সুত্র জানায়,

বুধবার দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত শহরের উপকন্ঠ ঢেলাপীর, উত্তরা আবাসন, শহরের বাঙ্গালীপুর, নয়াবাজার সুরকিমিল, মুন্সিপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  হেরোইন ও গাঁজাসহ সাত মাদকসেবিকে গ্রেফতার করা হয়। এরা হলো ঢেলাপীরের একরামুল হকের ছেলে এনামুল হক (৩৫), বোতলাগাড়ি ইউনিয়নের  উত্তর সোনাখুলীর মৃত আফসার আলীর ছেলে আনিসুর রহমান (২৮), নীলফামারী সদর উপজেলার  কাদিখোল এলাকার বাবুল হোসেনের পুত্র শওকত আলী (২১) শহরের মুন্সিপাড়া মহল্লার নেছার আহমেদের পুত্র ইমতিয়াজ (৩০), নয়া বাজার শুরকিমিল মহল্লার মৃত আনোয়ার হোসেনের পুত্র  রাজু (৩০), কাজীপাড়ার  তাহের আলীর পুত্র আলমগীর (৩২ )ও বাঙ্গালীপুর নিজপাড়ার মৃত ওয়াজীউল্লাহর পুত্র রেজাউল করিম খোকন (৪০)। পরে তাৎক্ষণিক বিচারের জন্য ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। 

এদের মধ্যে এনামুল হককে ৭দিন, আলমগীর ও শওকতকে ১৫ দিন, আনিসুর, রাজু ও ইমতিয়াজকে ৩ মাস করে এবং রেজাউল করিম খোকনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড  প্রদান করা হয়। আদালতে এসব রায় ঘোষণা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি)মো. মাহমুদুল হাসান। আদালতের অভিযান চলাকালে এসময় উপস্থিত ছিলেন নীলফামারী 

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ, পরিদর্শক আশরাফুল ইসলাম ও উপ - পরিদর্শক জায়েদ আলী জাফরীসহ অন্যান্যরা। পরিদর্শক খবির আহমেদ জানান, মাদক সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থলে  ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন। সন্ধ্যায় দন্ডপ্রাপ্তদের নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ