মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য পর্যটন’ প্রতিপাদ্য নিয়ে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্ত উপজেলা তেঁতুলিয়ায় বর্ণাঢ্য ভাবে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে নানা কর্মসূচীও হাতে নিয়েছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সোমবার সকালে পর্যটন দিবস উপলক্ষ্যে তেঁতুলিয়া পর্যটন পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে শেষ হয়। শোভাযাত্রায় তেঁতুলিয়া জার্নালিষ্ট ক্লাব, শিশু স্বর্গ, গ্রিন তেঁতুলিয়া ক্লিন তেঁতুলিয়া, ড্রাগ ফ্রি বাংলাদেশ,কারিগর, ভূমিজ, তেঁতুলিয়া ট্রাভেল এন্ড ট্যুরিজম, জাগ্রত তেতুলিয়া সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ গ্রহণ করেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিঞা, ট্যুরিষ্ট পুলিশ ইনচার্জ আমিনুল ইসলাম ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর পঞ্চগড় প্রতিনিধি সরকার হায়দার,
তেঁতুলিয়া জার্নালিষ্ট ক্লাবের আহ্বায়ক আশরাফুল ইসলাম, তেঁতুলিয়া ট্রাভেল এন্ড ট্যুরিজমের নির্বাহী পরিচালক এস,কে দোয়েল, ড্রাগ্র ফ্রি বাংলাদেশের নির্বাহী পরিচালক আতিকুজ্জামান শাকিল, পরিবেশ কর্মী কাজী মকছেদ আলী ও মাহমুদুল হাসান, সাংবাদিক মোবারক হোসেন, আহসান হাবিব, খাদেমুল ইসলাম, রবিউল ইসলাম রতন, জুলহাস উদ্দিন, আমিরুল ইসলাম,হাবিবুর রহমান হাবিব প্রমুখ ।
পর্যটন দিবস উপলক্ষ্যে তেঁতুলিয়া ডাকবাংলোয় সন্ধায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধায় নাট্যদল ভূমিজের প্রযোজনায় মঞ্চস্থ হবে পর্যটন নাটক মায়াচর । নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সরকার হায়দার।
এদিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। সভায় বক্তারা পর্যটনের অপার সম্ভাবনাময় জেলাকে পর্যটন জেলা হিসেবে ঘোষণার দাবি জানিয়ে পর্যটকদের আবাসনসহ সুযোগ সুবিধা বাড়ানোর দাবি করেন। পঞ্চগড়ের বৈচিত্রময় পর্যটন আকর্ষণসমূহকে দেশি-বিদেশি পর্যটকদের নিকট তুলে ধরার উদ্যোগ নিতে বলেন।
0 মন্তব্যসমূহ