এন.এম হামিদী বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারী সদরের শাকামাছা হাটের নবনির্মিত বিল্ডিং থেকে এক যুবকের মৃত দেহ উদ্ধার করেছে নীলফামারী সদর থানা পুলিশ।
জানা যায়, নীলফামারী সদরের কুন্দুপুকুর ইউনিয়নের মধ্য সুটিপাড়ার মৃত মমিনের পুত্র, কাঠমিস্ত্রী ময়নুল ইসলাম( ২৮) এই বিল্ডিংয়ের কাঠের মিস্ত্রির কাজ করতো। পুলিশের ভাষ্যমতে, সে গতকাল ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় হোটেলে পরোটা ও চা খায় এবং শরীরে অস্বস্তি বোধ করার কারণে, বিশ্রাম নিতে নবনির্মিত বিল্ডিংয়ের দোতলায় ওঠে।
সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ বলেন, আমরা আজ ৯ সেপ্টেম্বর সকালে, জানার পরপরই সেখানে উপস্থিত হই। সুরতহাল প্রতিবেদন তৈরি করে, ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি, এবং রিপোর্টে জানা যাবে, হত্যা না মৃত্যু।
এদিকে এই মৃত্যুকে ঘীরে নানানরকম রহস্যময় কথা ছড়িয়ে পড়েছে শহরে। নবনির্মিত বিল্ডিংয়ের মালিক ডাঃ রুহুল আমিন দুলু চাকুরী করার সুবাদে, তার কর্মস্থল ঠাকুরগাঁওয়ে বসবাস করেন বলে, ঘটনা স্থলে জানা গেছে।
0 মন্তব্যসমূহ