রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার:
প্রতিবছর আলু উৎপাদনের পর নীলফামারীর ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামারে (বিএডিসি) শতাধীক একর জমি পতিত ছিল। চলতি মৌসুমে পতিত ১৮৭ একর জমিতে আউশ ধান চাষের উদ্দ্যোগ গ্রহন করেন খামারের উপ-পরিচালক কৃষিবিদ আবু তালেব মিঞা। গত বছর ৭৬ একর আউশ চাষে ভালো ফলনে এবারে আরো বেশী জমিতে চাষ করা হয়েছে।
বিএডিসি কার্যালয় সূত্রে জানা গেছে, ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারের অধিকাংশ বেঁলে মাটি হওয়ায় (বিএডিসি) আলু উৎপাদনের পর শতশত একর জমি পতিত পড়ে থাকতো। চলতি বছরে সেই জমিগুলোতে দোঁআশ মাটি দিয়ে সংস্কার করে কতৃপক্ষ। এরপর এবারে ধানের উন্নতমানের বীজ তৈরীর জন্য ১৮৭ একর জমিতে আউশ ধান চাষ করা হয়েছে। ধানের বাম্পার ফলনও হয়েছে। প্রতি একর জমিতে ১২শ থেকে ১৩শত কেজি ধান উৎপাদন হওয়ার সম্ভবনা রয়েছে। সেই ধান হতে বীজ তৈরী করা হবে।
খামারের উপ-পরিচালক কৃষিবিদ আবু তালেব মিঞা জানান, বর্তমানে আউশ ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। এবারে ১৮৭ একর জমিতে প্রায় ২২৫ মেট্রিক টন উন্নতমানের বীজ তৈরী হবে। সেই বীজ প্রায় ২৫ হাজার একর জমির বীজের চাহিদা পূরণ করবে।
0 মন্তব্যসমূহ