প্রেস বিজ্ঞপ্তঃ
২০ সেপ্টেম্বর অনুষ্টেয় উপজেলা সদর বড়ঘোপ ইউপি নির্বাচনে প্রতিদ্বন্ধী কতিপয় জনবিচ্ছিন্ন প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তি পেশিশক্তির মাধ্যমে কেন্দ্র দখলে নিয়ে জনগণের ভোটাধিকার হরন করে জেতার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ‘ঘোড়া’ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম.শহীদ উদ্দিন ছোটন। এই কারণে পুন:প্রতিদ্বন্ধিতাকারী তাঁর বর্তমান পরিষদের ১৩ সদস্য আইন শৃংখলা মিটিংয়ের মাধ্যমে রেজুলেশন পাশ করে জরুরী ভিত্তিতে এই বিষয়ে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিতকরণ এবং হাই কোর্টে একটি রীট আবেদন করেছে বলে তিনি জানান। গতকাল বুধবার তাঁর নির্বাচনী অফিসে অনুষ্টিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন প্রতিটি কেন্দ্রে একজন উপ-পুলিশ পরিদর্শকের নেতৃত্বে ১০ জন পুলিশ, প্রতি তিন কেন্দ্রের জন্য ১১ সদস্যের কোস্টগার্ড/নৌবাহিনীর মোবাইল টিম এবং প্রতি ৩ কেন্দ্রের জন্য ১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশের ৩টি মোবাইল টিমের কথা উল্লেখ করেন। অবশেষে হাই কোর্ট এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছে বলে তিনি জানান।
0 মন্তব্যসমূহ