আসিকুল মাহমুদঃ
কক্সবাজার শহরের কলাতলীর মোড়ে নিয়ন্ত্রণ হারানো একটি পাথর বোঝাই ডাম্পারের চাপায় সিএনজি-টমটমের ৯ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় কলাতলীর ডলফিন চত্ত্বরে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— রুবেল (২৪), রোশুন আরা (৫০) ও তার ছেলে রাসেল (২৪)। বাকি ৬ জনের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ও টমটমকে চাপা। এ সময় সেখানে থাকা ৯ যাত্রী আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. দেলোয়ার বলেন, কলাতলীর ডলফিন চত্ত্বরে ট্রাফিক সিগন্যালে সব গাড়ি দাঁড়িয়ে ছিলো। তখন একটি পাথর বোঝাই ডাম্পার ব্রেক ফেলের কারণে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি, টমটমসহ বেশ কয়েকটি যানবাহনের উপর চাপা দেয়। এতে টমটম ও সিএনজিতে থাকা ৯ যাত্রী আহত হন।
0 মন্তব্যসমূহ