মহিনুল ইসলাম সুজন, ক্রাইম রিপোর্টারঃ
নীলফামারীর ডিমলায় আর্থিক টেকসই ব্যবস্থাপনা ও বাজার সম্প্রসারণ এবং ব্যবসা পরিকল্পনা বিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(২৪ সেপ্টেম্বর)পল্লীশ্রী উপজেলা ইউনিট অফিসের হলরুমে অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্প এ প্রশিক্ষণ বাস্তবায়ন করেন।
দুই দিন করে দুই ব্যাচে পল্লীশ্রী'র কর্মরত এলাকার মোট ৩২ জন ব্যবসায়ী,গরু খামারি,বিভিন্ন উদ্যোক্তা সিবিও সদস্যগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।এর আগে মঙ্গলবার(২১ সেপ্টেম্বর)প্রশিক্ষণের উদ্বোধন করেন পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের ডিমলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ। এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটেটর গোলাম মোস্তফা।
পর্যায়ক্রমে অন্যান্য উদ্যোক্তা সিবিও সদস্যকেও প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে পল্লীশ্রী সুত্রে জানা গেছে ।
0 মন্তব্যসমূহ