কক্সবাজার মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

মোঃ মনছুর আলম (এম আলম): কক্সবাজারের দুস্ত, গরীব, অসহায়, মহিলা ও প্রতিবন্ধীদের কর্মমুখী করার জন্য সেলাই প্রশিক্ষণ, ব্লক, বাটিক, কারচুপি ও উন্নয়ন মূলক কর্মসংস্থানের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্টান অনুষ্ঠিত হয়।


২ সেপ্টেম্বর কক্সবাজার শহরের পর্যটন জোনের লাইট হাউজস্থ ঢাকার বাড়ি হোটেলে কক্সবাজার মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি নারী উদ্যোক্তা মনোয়ারা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কলি ওয়াজেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার ওমেনস চেম্বার অব ইন্ডাস্ট্রিস এর সভাপতি জাহানারা ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট পর্যটন ব্যবসায়ী আবুল কাশেম সিকদার, সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা সাহেদ আলী সাহেদ এবং পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সমন্বয়ক ও কক্সবাজার ই-কমার্স সাপোর্ট প্লাটফর্ম এর পাবলিক রিলেশন অফিসার (পি,আর,ও) আব্দুল আলীম নোবেল। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাটিন টিন ও কেমে সহ প্রশিক্ষণার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কক্সবাজার মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি নারী উদ্যোক্তা মনোয়ারা পারভিন তার বক্তব্যে বলেন, তাদের সংস্থাটি দীর্ঘদিন ধরে এই জনপদের অবহেলিত, নির্যাতিত, গরীব, অসহায় ও প্রতিবন্ধীদের নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আগামীতেও তাদের এই কর্মযজ্ঞের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এছাড়াও তাদের হাতের তৈরী পোশাক ও বিভিন্ন পণ্য 'মেড ইন কক্সবাজার' নামে দেশি-বিদেশি পর্যটকদের কাছেও পৌঁছানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা। তাদের এই উদ্যোগে সমাজের বিত্তবানদের পাশে থাকার আহবানও জানান তিনি। একই সাথে চলমান ডিজিটাল বিশ্বায়ন যুগে ই-কমার্সের গুরুত্বকে কেন্দ্র করে আরেকটি উদ্যোক্তাদের সহায়তা বিষয়ক সংস্থা 'কক্সবাজার ই-কমার্স সাপোর্ট প্লাটফর্ম' এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন সংস্থাটির পি,আর,ও আব্দুল আলীম নোবেল। যেটি গরীব অসহায় উদ্যোক্তাদের ই-কমার্স প্লাটফর্মে আর্থিক ভাবে এগিয়ে যেতে সহায়তা করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ