পঞ্চগড়ে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিজিবির খাদ্যে সামগ্রী বিতরণ


মোঃ কামরুল ইসালাম কামু,পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৫০ জন গরীব-দুস্থদের মাঝে খাদ্যে সামগ্রী বিতরণ করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। রোববার (১৫আগস্ট) দুপুরে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) আয়োজনে জেলার সদর উপজেলার দ্বারিকামারী-০১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব-দুস্থদের হাতে এসব খাদ্যে সামগ্রী তুলে দেন।

এসময় অন্যান্যদের মধ্যে মাগুড়মারী বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার মো দেলোয়ার হোসেন, অমরখানা বিওপি কমান্ডার নায়েক সুবেদার মোখলেছুর রহমান, অমরখানা বিওপির সেকেন্ড কমান্ডার হাবিলদার মো আনোয়ার কাদের, সিপাহী শরিফুল ইসলাম প্রমুখ।

নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বাষিকর্ী উপলক্ষে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) আয়োজনে ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন এলাকায় মোট ২০০ জনের মাঝে খাদ্যে সহায়তা বিতরণ করা হয়েছে। আগামীতে বিজিবি গরীর-দুস্থদের পাশে দাড়িয়ে তাদের সার্বিক সহযোগিতা করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ