পঞ্চগড়ে জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ জাসদ


মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধিঃ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে  দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজ প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতির পিতা বঙ্গবন্ধুর মুর‍্যালে পুস্পস্তবক অর্পণ করে।

এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন, জেলা জাসদ সভাপতি আব্দুল মজিদ বাবুল, সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, সদর উপজেলা জাসদের সভাপতি শামুস কিবরিয়া প্রধান, আজহারুল ইসলাম জুয়েলসহ বাংলাদেশ জাসদ ও সহযোগী সংগঠনের নেতাকমর্ীরা উপস্থিত ছিলেন। 

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বঙ্গবন্ধুসহ পরিবারের সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ