অনলাইন পত্রিকার অফিসে ইয়াবাসহ সাংবাদিক নামধারী দু’জন আটক

 


নিজস্ব প্রতিবেদকঃ

শনিবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রুমালিয়ারছড়ায় থেকে অনলাইন নিউজ পোর্টালের নাম ভাঙিয়ে রীতিমতো অফিস করে চালিয়ে যাচ্ছিল ইয়াবা ব্যবসা। এমন অভিযোগে এ রকম একটি নাম সর্বস্ব অফিসে অভিযান চালিয়ে সাংবাদিক নামধারী দুই ইয়াবাকারবারিকে এক হাজার ৫৬০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন- পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে আতিকুর রহমান (৩০) ও সাহিত্যিকাপল্লী এলাকার আব্দুর রশীদের ছেলে ইব্রাহীম খলিল (২৯)।

ইব্রাহিম খলিল নিজেকে বাংলাদেশ সংবাদ প্রতিদিনের সাংবাদিক হিসেবে পরিচয় দেন।

তার কাছ থেকে একটি পরিচয়পত্রও পাওয়া গেছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে ইব্রাহিম খলিল নিজেকে বাংলাদেশ সংবাদ প্রতিদিনের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তাদের সঙ্গে কারা কারা জড়িত আছে তার খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইব্রাহিম খলিলের সহযোগী রয়েছে আরও বেশ কয়েকজন। যারা নাম সর্বস্ব অনলাইনের পরিচয় দিয়ে বেড়ায়। কথিত অনলাইন টিভির লোগোও তাদের হাতে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ