বিশেষ প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলার রামভাদ্রপুর আদিবাসী এলাকায় রাস্তার সাইড দিয়ে গরু বাধায় মোটরসাইকেল সহ বিভিন্ন যান চলাচলের বিপত্তি ঘটে এতে দুর্ঘটনার আশঙ্কা ঘটতে থাকে।
গত সপ্তাহে নিসচা নিরাপদ সড়ক চাই এর দপ্তর সম্পাদন সোহাগ কিবরিয়া মোটরসাইকেলের সামনে রাস্তার পাসে ছেড়ে দেওয়া একটি গরু চলে আসে এতে গুরুতর আহত হই।
নিসচা নিরাপদ সড়ক চাই এর সোহাগ কিবরিয়া আজও আবার সেই রামভাদ্রপুর আদিবাসী এলাকায় আজও দুর্ঘটনার হাত থেকে মহান আল্লাহ তায়ালার রহমতে বেঁচে গেলো নিসচা নিরাপদ সড়ক চাই এর দপ্তর সম্পাদক সোহাগ কিবরিয়া ।
পরে এলাকা সূত্রে জানাযায়, এই এলাকার বেশ কিছু লোক প্রতিদিন তাদের গরু,ছাগল রাস্তার সাইড দিয়ে বাঁধে। এর আগেও এই রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার কারণ রাস্তার সাইডে বাধা গরুর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা গুলো ঘটতেছে । ফুলবাড়ী উপজেলা ইউএনও মহাদয়
ও উপর মহলের সকলের দৃষ্ট আকর্ষন করছি।এই বিষয় গুলো যেনো আমলে নেই।
0 মন্তব্যসমূহ