পর্যটন মন্ত্রীকে ৩টি পার্ক স্থাপনের প্রস্তাব দিলেন পরিকল্পিত কক্সবাজার


নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে পর্যটন শিল্পের বিকাশে বেসসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কক্সবাজারে তিনটি পার্ক স্থাপনের লিখিত প্রস্তাব দেন পরিকল্পিত কক্সবাজার আন্দোলন নামে একটি স্বেচ্ছাসেবী সংঠন। ২৮ আগস্ট সন্ধ্যায়, হোটেল শৈবলে, সংগঠনের সমন্বয়ক সাংবাদিক আব্দুল আলীম নোবেলের নেতৃত্বে এই প্রস্তাবনা দেয়া হয়।

প্রাস্তাবিত পার্ক গুলো হলো

নুনিয়ারছড়া কোষ্টাল ইকো-পার্ক, সুগন্দা সিটি পার্ক, রামু জাদী ইকো পার্ক।

ইতো মধ্যে পর্যটন নগরী কক্সবাজার একাধিক বৈচিত্রে দেশ ও আন্তজার্তিক অঙ্গনে মাইলফলকে পা রেখে চলছে।

এখনে প্রতিদিন দেশী বিদেশী পর্যটক সারা বছর মুখরিত থাকে। তবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের বালিয়াড়ি

উপভোগ করা ছাড়া পর্যটকদের ঘুরে বেড়ানোর জন্য আর তেমন কোন পর্যটন স্পট না থাকায় অনেক সময় হতাশা

প্রকাশ করতে দেখা যায় পর্যটকদের। এই বিশাল সংখ্যক পর্যটকের বিনোদনের স্বার্থে ৩টি ইকো

পার্ক স্থাপন করা সময়ের দাবী বলে করছেন পরিকল্পিত কক্সবাজার আনন্দোলন ও কক্সবজার জেলার সচেতন মহল। নান্দনিক রূপকল্পে পর্যটন শিল্পকে আরেক ধাপ এগিয়ে নিতে এই তিনটি পার্ক স্থাপনের

জোর দাবী জানান সংগঠন টি।

পার্কের স্থান পরিচিতি

১ বাঁকখালী নদীর মহোনায় মিনি সুন্দর বন খ্যাত কক্সবাজার বিমান বন্দরের উত্তর পূর্ব পাশে কক্সবাজার পৌরসভা

নুনিয়ারছড়া এলাকার প্যারা বন ও তার পাশের মাঠ,জমির পরিমার প্রায় একশ একর।

২ কক্সবাজার শহরের হোটেল মোটেল জোন সুগন্দা পয়ন্টের পূর্ব পাশের প্রায় ২শত একর জুড়ে পাহাড়ি এলাকা।

৩ কক্সবাজার রামু উপজেলার কাউয়ারকুপ ইউনিয়ন পরিষদের আওতাধীন ঐতিহাসিক ৬০০শত বছরের পুরোনু জাদী ও পাহাড়ি এলাকা। জমির পরিমান প্রায় দুই শত একর। এই সময় উপস্থিতি ছিলেন, পর্যটন মন্ত্রাণালয়ের স্থানীয় কমিটির সদস্য আশেক উল্লাহ রফিক এমপি, পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সদস্য মো শফিকুল ইসলাম, সাংবাদিক রাশেদুল ইসলাম প্রমুখ।



পরিকল্পিনা ও প্রস্তাবনায়
আব্দুল আলীম নোবলে(সাংবাদিক)
সমন্বয়ক
পরিকল্পিত কক্সবাজার আনন্দোলন
০১৮২৪৪০৩০৮৩

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ