ডিমলায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় নির্মিত প্রতিটি ঘরের সামনে দুটি করে গাছ রোপণ


জাহাঙ্গীর রেজা, বিশেষ প্রতিনিধিঃ

'আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার' মুজিব শতবর্ষ উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলার ৪নং খগাখড়িবাড়ী ইউনিয়নে, আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত প্রতিটি গৃহের সামনে দুটি করে, বিভিন্ন প্রজাতের বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

রবিবার (২৯-আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্ত করণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রাণী রায়।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান,  ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা জনস্বাস্হ্য প্রকৌশলী তুহিন ইসলাম, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথনসহ ইউপি সদস্যগণ উপকার ভোগীগণ উপস্থিত ছিলেন।

উক্ত মুজিব নিবাসের উপকার ভোগীদের পুকুরে মাছের পোনা অবমুক্ত ও গাছের চারা রোপণ শেষে সকলের মাঝে মিষ্টি বিতরন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ