নীলফামারীতে জাতীয় মৎস্য সপ্তাহের ভার্চুয়ালে মতবিনিময় সভা


এন.এম হামিদী বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীতে জাতীয় মৎস‍্য সপ্তাহ ২১ উদযাপন  উপলক্ষ্যে জেলার সংবাদকর্মীদের   সাথে ভার্চুয়ালে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মৎস‍্য অফিসের আয়োজনে জেলা সংবাদকর্মীদের সাথে এক ভার্চুয়াল মতবিনিময় সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মৎস‍্য কর্মকর্তা আশরাফুজ্জামান। 

এ সময় ভার্চুয়ালে নীলফামারীতে আরও কিভাবে মৎস‍্য চাষের উন্নয়ন করা যায় এমন প্রশ্ন ও উপদেশ দেন, প্রথম আলোর  সিনিয়র সাংবাদিক মীর  মাহমুদুল হক আস্তাক, যমুনা টিভির প্রতিনিধি আতিয়ার রহমান, আর টিভির হাসান  রাব্বী প্রধান, চ‍্যানেল আই'র আনোয়ারুল প্রধান, একাত্তর টিভির বিজয চত্রুবর্তী কাজল, দৈনিক জনতার এন.এম হামিদী, ডেইলি স্টারের আসাদুজ্জামান টিপু, মাই টিভির আজিজুল বুলুসহ জেলার  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৮ জন সংবাদকর্মী সংযুক্ত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ