রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার:
অবৈধভাবে নদীর বালু উত্তোলনের দায়ে নীলফামারীর ডোমারে দুই ট্রাক্টর মালিককে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকাল ৫টায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের ধরধরার পার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো.জায়িদ ইমরুল মোজাক্কিন উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে উক্ত জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের মামলা সূত্রে জানাযায়, বড় রাউতা গ্রামের মৃত হাকি মুদ্দিনের ছেলে আয়নাল হক(৫৫) ও মৃত আলী মিয়ার ছেলে বাচ্চা মিয়া বালু মহালের বালু অবৈধ ভাবে ট্রাক্টরে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে সহকারী কমিশনার(ভূমি) ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশের সহযোগীতায় ট্রাক্টর দু’টি ড্রাইভারসহ আটক করেন।
ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট মো.জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ১১ ধারা লংঘনের দায়ে প্রত্যেককে ৫০হাজার করে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
0 মন্তব্যসমূহ