মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ
নীলফামারীর সৈয়দপুরে রিকশা চালক দুলাল হোসেনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার সকালে মানববন্ধন হয়েছে। সৈয়দপুর উপজেলা রিকশা ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধন করা হয়।
ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে এসময় বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা রিক্সা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হবিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আনছার আলী, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সদস্য রুহুল আলম মাষ্টার, জাতীয় শ্রমিক ফেডারেশন সৈয়দপুর উপজেলা শাখার আহ্বায়ক তোফাজ্জল হোসেন,যুব মৈত্রী নেতা মো. ওবায়দুর রহমান সরকার, নিহত রিকশা চালক দুলাল হোসেনের ছেলে আলমগীর হোসেন ও রিকশা শ্রমিক আলানূর প্রমূখ। বক্তারা অবিলম্বে দুলাল হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে বলেন, শহরের নতুন বাবুপাড়ার মতো একটি আবাসিক এলাকার মধ্যে নিরীহ রিকশা চালক দুলাল হোসেনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
হত্যাকান্ডের আজ ৯/১০ দিন অতিবাহিত হলেও হত্যাকারীকে পুলিশ সনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি। বক্তারা অবিলম্বে রিকশা চালক দুলাল হোসেন হত্যাকারীদের সনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। অন্যথায় আগামীতে দুলালের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সৈয়দপুরে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধনের সভাটি সঞ্চালনা করেন শিক্ষাণবীশ আইনজীবী ও যুবনেতা নন্দ কুমার বাশফোর।
এসময় নিহত রিকশা চালকের স্ত্রী আবেদা খাতুন, সৈয়দপুর উপজেলা রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি বছির উদ্দিন, জোনাব আলী, শান্ত কুমার বাশফোর, আব্দুস সালাম, রুবেলসহ শহরের বিভিন্ন স্ট্যান্ডের রিকশা ও রিকশা ভ্যান শ্রমিকরা অংশ নেন।
প্রসঙ্গত,গত ৯ আগস্ট ভোরে সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া সোনাউল্ল্যাহ বসুনিয়া সড়কে রিকশা চালক দুলাল হোসেনকে ধাঁরালো অস্ত্র দিয়ে ডান পাশের গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়। তার বাড়ি পার্শ্ববর্তী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা ফতেজংপুর ইউনিয়নের চক মানিক ডাঙ্গাপাড়া।
0 মন্তব্যসমূহ