সাখাওয়াত হোসাইন
কক্সবাজারের টেকনাফ উপজেলায় (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে উত্তর বড়ইতলী এলাকায় র্যাপিড এ্যাককশন ব্যাটালিয়ন ১০হাজার পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ শেখ সাদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় র্যাব-১৫ কক্সবাজারের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক কারবারি উপজোর সদর ইউপিস্থ উত্তর বরইতলী সাকিনের টেকনাফ-কক্সবাজার মেইন রোড সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
তিনি আরও জানান, এমন সংবাদের ভিত্তিতে র্যাব সেই স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে চট্রগ্রাম লোহাগাড়া থানার পুটিভিলা ইউপিস্থ নুরুল আমিনের ছেলে সাইফুল ইসলামকে আটক করা হয়।
এসময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবাসহ আটক আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
0 মন্তব্যসমূহ