মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের সদর উপজেলায় দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) দুপুরে উপজেলার চাকলহাট ইউনিয়নের নতুন চাকলাহাট বিএল উচ্চ বিদ্যালয়ে সেচ্ছাসেবী সংগঠন পূর্ব পঞ্চগড় রক্তদান সংগঠনের আয়োজনে সংগঠনটির সদস্যদের নিজস্ব অর্থায়নে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতি প্যাকেটে সেমাই, চিনি, মুড়ি ও দুধের প্যাকেট ইত্যাদি দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অসহায় ও দুস্থদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক। এসময় অন্যান্যদের মধ্যে পূর্ব পঞ্চগড় রক্তদান সংগঠনের উপদেষ্টা নাজির উদ্দীন, সভাপতি মো আক্তারুজ্জামান আকতার,সাধারণ সম্পাদক মো সুমন ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মনিরুল ইসলাম মোল্লা, মোছা. নাইমা আক্তার মনি সহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্যরা জানান, প্রতি বছরের মত এবারেও সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে অসহায় ও দুস্থদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটি রক্তাদানকারী হলেও আর্ত মানবতার সেবায় বরাবরই সচেষ্ট ভূমিকা পালন করে আসছে। এছাড়া মহামারী করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থদের মাঝেও খাদ্য সহায়তা বিতরণ করা হয়। আগামীতেও তাদের এ ধারা অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির সদস্যরা।
0 মন্তব্যসমূহ