রতন কুমার রায়-স্টাফ রিপোর্টারঃ
২০২৩ সালে বাংলাদেশকে জলাতঙ্ক মুক্ত করার লক্ষ্যে নীলফামারী ডোমারে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র আয়োজনে নিজস্ব হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মো. রায়হান বারীর সভাপতিত্বে,স্বাস্থ্য অধিদপ্তরের সুপারভাইজার (এমডিভি) জিন্নু রাইন আলী জিয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তপন কুমার রায়, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোজাম্মেল হক, সুপার ভাইজার (এমডিভি) নাঈম ইসলাম জীবন,স্বান্থ্য পরিদর্শক ইনচার্জ বেলাল উদ্দিন প্রমূখ সভায় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ৬মে হতে ১০মে পাঁচদিন ব্যাপী কর্মসূচি বাস্তবায়িত হবে। প্রতিটি টিমে ২জন কুকুর ধরার লোক,একজন দক্ষ কুকুর ধরার লোক,একজন টিকাদানকারী,একজন ডাটা কালেক্টর ও একজন ভ্যান ড্রাইভার নিয়োজিত থাকবে।তারা প্রতিটি স্থানে শতকরা ৭০ভাগের অধিক পোষা বা বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করবে। যা কুকুরের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরী করে এবং উক্ত এলাকাকে জলাতঙ্কের ঝুঁকিহ্রাস করে।
0 মন্তব্যসমূহ