মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
পবিত্র রমজান ও ঈদে মানবিক সহায়তা হিসেবে পঞ্চগড়ে অর্ধ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শান্তির নীড় পঞ্চগড়’র সহযোগিতায় ও পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব হলরুমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট। এসময় পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, জ্যৈষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, সেমাই, চিনি ও সয়াবিন তেল।
0 মন্তব্যসমূহ