মিজানুর রহমান মিলন সৈয়দপুরঃ
চলমান করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে গিয়ে অসহায় হয়ে পড়া সৈয়দপুরে তিনশত পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সৈয়দপুর উপজেলা শাখা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ, সাধারন সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে গতকাল শনিবার রাতে সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আসাদুল ইসলাম আসাদের কার্যালয় চত্বরে
অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ওইসব খাদ্য সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজ সৈয়দপুর পৌর এলাকার তিনশত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।
এ সময় অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন,সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন,পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মোজাম্মেল হক,কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক মো. মনোয়ারুল ইসলাম মাসুদ, রংপুর মহানগর যুবলীগের সভাপতি মো. বাশার,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রায়হান সরকার রেজভী, ও সদস্য কাইফ ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক দিলনেওয়াজ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ। এসময় যুবলীগ নেতা রেজাউল হক বিদ্যুৎ, শ.ম.সাঈদ রেজা, সুমন আরিফুর রহমান, কাওসার বিদ্যুৎ,পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক শিফাত সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজির হোসেন,সাবেক সাধারন সম্পাদক গোলাম রোবায়েদ মিন্টুসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ,
ছাত্রলীগসহ দলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।পরিবারগুলোর মাঝে বিতরন করা খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, মসুর ডাল,আলু ও সোয়াবিন তেল। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবলীগের আহবায়ক দিলনেওয়াজ খান বলেন, করোনাভাইরাসের শুরু থেকেই সৈয়দপুরে অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা বিতরন করে আসছে সৈয়দপুর উপজেলা যুবলীগ। এছাড়া মহামারি করোনা থেকে রক্ষায় সাবান, হ্যান্ড স্যানিটাইজার, ডেটলসহ অন্যান্য ওষুধ বিতরন করা হয়েছে। এছাড়া গোটা শহরে ব্লিচিং পাউডারসহ জীবানু নাশক স্প্রে ছিটানো হয়। মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
0 মন্তব্যসমূহ