রতন কুমার রায়- স্টাফ রিপোর্টার:
নীলফামারীর ডোমার উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির হাত থেকে ধান রক্ষায় মাঠে ধানকাটতে শুরু করেছে কৃষক। উপজেলা কৃষি বিভাগ বলছেন আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফলনের আশা করছি। বর্তমানে ধানকাটা মৌসুমে শিলা বৃষ্টির ভয় থাকায় দ্রুততম সময়ে ধান ঘরে তুলতে তাগিদ দেওয়া হচ্ছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখাযায়,এবারে হাইব্রীড জাতের বোরো ধান ব্যাপক চাষাবাদ হয়েছে এবং ফলনও ভালো হয়েছে। এছাড়াও চিকন জাতের ধানেও ভালো ফলন ধরেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান জানান, এবারে উপজেলায় ১৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এবং ফলনও ভালো হয়েছে। আবহাওয়াজনিত কারনে দ্রুততম সময়ে ধান ঘরে তুলতে কৃষকদের তাগিদ দেওয়া হচ্ছে। উপ সহকারী কর্মকর্তারা কৃষকদের সাথে দেখভাল করছেন। ভালোভাবে ধান ঘরে তুলতে পারলে গত বছরের তুলনায় এবারে বেশী ফলনের আশা করছি।
0 মন্তব্যসমূহ