মিজানুর রহমান মিলন সৈয়দপুরঃ
নীলফামারীর সৈয়দপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিলন হোসেন ওরফে সাদ্দাম (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে শহরের মুন্সিপাড়া জোড়াপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সৈয়দপুর থানার উপ-পরিদর্শক আলী আহমেদ ও সহকারি উপ পরিদর্শক মো. নুর আমিন ঘটনার দিন রাতে শহরের মুন্সিপাড়া জোড়াপুকুর এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় মিলন হোসেন ওরফে সাদ্দাম নামের এক ব্যক্তিকে শহরের উল্লিখিত এলাকায় গভীর রাতে ঘোরাঘুরি দেখতে পেয়ে সন্দেহ হয় টহল দলের। পরে সে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড় দিলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে উল্টোপাল্টা কথা বললে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়।
এ সময় তাঁর শরীর তল্লাশি করে প্যান্টের পিছনের পকেটে থাকা মানি ব্যাগ থেকে ১০০ পিস ইয়ারা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মিলন হোসেন সাদ্দাম শহরের মুন্সিপাড়া জোড়াপুকুর এলাকার ফজলে করিমের ছেলে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
0 মন্তব্যসমূহ