মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
রমজানে পঞ্চগড়ে ফলের বাজার চড়া। বাজারে এসেছে নানান মৌসুমি ফলের মাঝে তরমুজ। কিন্তু তরমুজে দাম শুনেই চমকে উঠতে হয়। আমদানি করা ফলের দামও বেড়েছে সমান তালে।
প্রতিযোগিতায় বাড়ছে ফলের দাম। আঙ্গুর, আপেল, কমলা সব ফলের দাম উর্দ্ধমুখি। ইফতারির সাথে একটু ফলের স্বাদ নিবে তাতেও বাড়তি দাম দিয়ে নিতে হয়। একটি মাঝারি ডাবের দাম ৮০ টাকা। ছোটো ডাবের দাম ৬০ টাকা। যা দামে দ্বিগুন। এসবের সরবরাহের কমতি নেই।
তরমুজ বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৫০ টাকা প্রতি কেজি। ছোট একটি তরমুজ কিনতে হয় একশত টাকা থেকে ৯০ টাকা। উপড়ে ৩০০ টাকা থেকে ৫০০ টাকা।একটি বেল ৪০ টাকা থেকে ১০০ টাকা। খেজুর ১৫০ টাকা থেকে ৩০০ টাকা প্রতি কেজি। আঙ্গুর রমজানের আগে ছিলো ২২০ টাকা থেকে ২৪০ প্রতি কেজি। এখন ৩০০ টাকা। লাল জাতের টাকা ৪০০ টাকা। কমলা ১৬০ টাকা থেকে ২০০ টাকা।
সাথে বেড়েছ কলার দামও। এক হালি হাউব্রীড মালভোগ কলা ৪০ টাকা। দেশী জাতের চিনি চম্পা ১৫ টাকা থেকে ২০ টাকা। এ বিষয়ে ব্যবসায়িরা জানান , আড়তে বেশি দামে কিনতে হয়। তাই দাম বেশি।
0 মন্তব্যসমূহ