যেখানে অসহায়ত্ব সেখানেই ফুলবাড়ী মানব সেবা সংগঠনের তরুন উদ্যোক্তা


সোহাগ কিবরিয়া ফুলবাড়ী দিনাজপুরঃ

সমাজের অসহায়দের অসহায়ত্বের কথা শুনার সাথে সাথে তাদের পাশে দাঁড়াতে এগিয়ে যাচ্ছে তরুন উদ্যোগতাদের সমাজ সেবা মূলক সংগঠন" ফুলবাড়ী মানব সেবা সংগঠন" তার‌ই ধারাবাহিকতায় ২২ মার্চ রাতে এক অসহায় মায়ের আকুতি শুনে তার সন্তানের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই সংগঠনের তরুন উদ্যোগতারা।

এবিষয়ে সংগঠনের উদ্যোগতা সোহাগ কিবরিয়া জানান অত্র সংগঠনের পৃষ্ঠপোষক সাংবাদিক আল আমিন বিন আমজাদ এর দিক নির্দেশনায় আমরা আমাদের সমাজের আশেপাশের অসহায় মানুষদের অসহায়ত্বের কথা শুনার সাথে সাথে ছুটে যাই সাধ্যমত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।ইতি পূর্বে করোনা কালে আমরা অসহায় মানুষদের খুঁজে খুঁজে বের করে সাহায্য দিয়েছি,শিতের সময় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করাসহ সেবা মূলক অনেক কাজ করেছি।গতকাল রাতে হাজির মোড়ের বাসিন্দা এক মায়ের আকুতি শুনে ছুটে যাই ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে গিয়ে দেখি তার ছেলে ভিশন অসুস্থ, তাকে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি করার পরামর্শ দিয়েছেন ডাক্তার, দিনাজপুরে সন্তানকে নিয়ে যাওয়ার মত টাকা-পয়সা নাই সেই মায়ের কাছে ,তাই তার সন্তানকে চিকিৎসার জন্য দিনাজপুর নিয়ে যেত আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করি। 

এসময় সংগঠনের অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য স্বপন পারভেজ,শাহ্ আলম, শাহাজাহান আলী, সাব্বির হোসেন, এস‌এম মেহেদী হাসান। এবিষয়ে সংগঠনের পৃথিবীর সাংবাদিক আল আমিন বিন আমজাদ জানান তরুণদের এই উদ্যোগ আমাকে অভিভূত করেছে আমি তাদের সমাজসেবা মূলক কার্যক্রকে দেখে অত্যান্ত আনন্দিত ও খুশি হয়েছি আমি সবসময় তাদের পাশে আছি, এবং সমাজের সচেতন মানুষদের আহ্বান জানাচ্ছি তাদের এই সেবা মূলক কার্যক্রকে বেগবান করতে সুপরামর্শ দিয়ে তাদের পাশে দাঁড়াতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ