জাহাঙ্গীর রেজা, স্টাফ রিপোর্টারঃ
শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা শ্লোগানে ও "করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্যে সারা দেশের সাথে ডিমলাও আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮-মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বে-সরকারী সংস্থা পল্লীশ্রী'র সহযোগীতায় দিবসটি উদযাপন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক আয়শা সিদ্দীকা।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক অর্পণা সরকার ও শফিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দীকা, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী প্রমুখ, পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবা আক্তার বানু, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক ইমরুল কায়েস খান রুমি, মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উপজেলা জেন্ডার প্রোমোটর (শিক্ষক) আলিফ হাসান, নুরনবী ইসলাম ও উপজেলার সকল ক্লাবের সংগীত এবং আবৃত্তি শিক্ষক-শিক্ষিক্ষা বৃন্দসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী বৃন্দ।
0 মন্তব্যসমূহ